ভর্তির নিয়মাবলি
ভর্তির কার্যক্রমঃ
যোগ্যতা : উচ্চ মাধ্যমিক (সাধারন)_ ২০০৮,২০০৯ও ২০১০ এস এস সি সমমান পরিক্ষায় উত্তীর্ণ ছাত্র ছাত্রীরা ভর্তির যোগ্য বলে বিবেচিত হবে উচ্চ মাধ্যমিক (বি.কম) যে কোন সালের উচ্চ মাধ্যমিক পরিক্ষায় উত্তীর্ণ ছাত্র _ ছাত্রী ভর্তির যোগ্য বলে বিবেচিত হবে ।
প্রথম ধাপ : ১৬ই মে ২০১০ রবিবার হতে ০৩ জুন বৃহস্পতিবার ৫০ (পঞ্চাশ) টাকার বিনিময়ে ভর্তির জন্য প্রাথমিক আবেদন পত্র সংগ্রহ করে যথাযথভাবে পূরন সাপেক্ষ জমা দিতে হবে। উল্লেখ্য প্রাথমিক আবেদনের সাথে ২ কপি পাসপোর্ট আকারের ছবি ব্যতিত অন্য কোন কাগজ জমা দিতে হবে না ।
দ্বিতীয় ধাপ : কলেজের সার্বিক শিক্ষা কার্যক্রম ও নিয়ম শৃঙ্খলা বিষয়ে ওরিয়েনন্টিশন ক্লাস ৫ই ২০১০ শনিবার সকাল ১০.০০টা। উল্লেখ্য আবেদনকৃত সকল ছাত্র -ছাত্রীর উক্ত ক্লাসে অংশ গ্রহন বাধ্যতামৃলক ।
তৃতীয় ধাপ : সীমিত আসনের বিপরীতে ভর্তি যোগ্য ছাত্র ছাত্রদের চুড়ান্ত ও অপেক্ষামান তালিকা প্রকাশ ৬ই জুন ২০১০ রবিবার দুপুর ১২.০০ টা উল্লেখ্য ,তালিকাভুক্ত ছাত্র ছাত্রী ব্যতিত ভর্তির বিষয়টি বিবেচনা করা হবে না।
চতুর্থ ধাপ : ভর্তির জন্য তালিকাভুক্ত ছাত্র ছাত্রীদের ৬ই জুন ২০১০ তারিখ রবিবার হতে বোর্ড নির্ধারিত সময়ের মধ্যে কলেজ কর্তৃক ধার্যকৃত ফিস প্রদান সাপেক্ষ ভর্তি হতে হবে । উল্লেখ্য ভর্তির সময় ছাত্র ছাত্রীদের নিজ নিজ অভিভাবককে অবশ্যই সঙ্গে আনতে হবে ।
ভর্তির সময প্রয়োজনীয় কাগজপত্র সমূহ
(ক) মূল একাডেমিক ট্রান্সক্রীপ্ট এবং ৩ টি ফটোকপি ।
(খ) মূল প্রশংসাপত্র্ এবং ৩ টি ফটোকপি ।
(গ)ছবি পাসপোর্ট সাইজের ৪ কপি ।
নির্বাচিত বিষয় সমূহ :
ক) গুচ্ছঃ অর্থনীতি ,ভূগল , হিসাববিজ্ঞান ও পদার্থবিজ্ঞান ।
খ) গুচ্ছঃ পৌরনীতি ,যুক্তিবিদ্যা ,ব্যবসায়নীতি ও প্রয়োগ ,কৃষিশিক্ষা ও রসায়ন।
গ) গুচ্ছঃ ইতিহাস / ইলামের ইতিহাস ,মনোবিজ্ঞান,ব্যবসায়উদ্যোগও ব্যবহারিক ব্যবস্থাপনা ,অর্থনীতি ও বানিজ্যভূগোল এবং জীববিজ্ঞান।
ঘ) গুচ্ছঃ সমাজবিজ্ঞান, পরিসংখ্যান,ইসলামশিক্ষা,অথর্ায়ন উৎপাদন ও বিপণন ,গনিত এবং কম্পিউটারশিক্ষা।
বিষয় নির্বাচণ পদ্বতিঃসকল শাখার ছাত্র ছাত্রীদের বাংলা ইংরেজি আবশ্যক বিষয় হিসাবে নিতে হবে ।
বিঞ্জান শাখারঃ ছাত্র ছাত্রীদের পদার্থবিজ্ঞান ও রসায়ন নৈর্বাচনিক বিষয় হিসাবে নিতে হচ্ছে । সংশ্লিষ্ট বিষয়দ্বয়ের গুচ্ছ ব্যতিত অপর একটি গুচ্ছ থেকে একটি বিষয়ে এবং শেষ গুচ্ছ থেকে চতুর্থ বিষয় নির্বাচন করতে হবে ।
মানবিক শাখার : ছাত্র ছাত্রীদের অর্থনীতি, পৌরনীতি ,ইতিহাস / ইসলামের ইতিহাস ও সমাজবিজ্ঞান বিষয়গুলো হতে দুটি নৈর্বাচনিক বিষয় হিসেবে নিতে হবে এবং সংশিষ্টবিষয়দ্বয়ের গুচ্ছ ব্যতিত অপর একটি গুচ্ছ থেকে একটি ঐচ্ছিক বিষয় এবং শেষ গুচ্ছ থেকে চতুর্থ বিষয় নির্বাচন করতে হবে ।
ব্যবসায় শিক্ষা শাখার : ব্যবসা নীতি ও প্রয়োগ এবং হিসাববিজ্ঞান নির্বাচনিক বিষয় হিসেবে নিতে হবে এবং সংশ্লিষ্ট বিষয়দ্বয়ের গুচ্ছ ব্যতিত অপর একটি গুচ্ছ থেকে একটি ঐচ্ছিক বিষয় এবং শেষ গুচ্ছ থেকে চতুর্থ বিষয় নির্বাচন করতে হবে ।
পোশাক : প্রতিটি ছাত্র ছাত্রীর কলেজ নির্ধারিত পোশাক ব্যবহার বাধ্যতামূলক । নির্ধারিত পোশাক ছাড়া কোন ছাত্র ছাত্রীকে শ্রেণী কক্ষে অবস্থান করতে দেয়া হবে না । ছাত্রদের জন্য সাদা শার্ট এবং কালো প্যান্ট । ছাত্রীদের জন্য সাদা সালোয়ার কামিজ ওড়না /কালো বোরখা ও সাদা স্কার্ব /সাদা এ্যাপ্রোন (ডাক্তাদের ন্যায় )। প্রতি বৃহস্পতিবার স্বাধীন পোশাক ব্যবহার করা যাবে ।
পরিচয় পত্র : সকল ছাত্র ছাত্রীকে বাধ্যতামূলকভাবে পরিচয় পত্র ব্যবহার করতে হবে । সাইকেল ব্যবহারকারীদের অবশ্যই সাইকেল কার্ড ব্যবহার করতে হবে । এ ছাড়া লাইব্রেরি সহয়তা পেতে প্রত্যেককে একটি পৃথক লাইব্রেরি কার্ড সংগ্রহ করতে হবে । প্রতি কার্ডের জন্য ১০.০০ম (দশ) টাকা একটি স্ট্যাম্প সাইজের ছবি প্রয়োজন হবে ।
ছাত্র- ছাত্রীর হাজিরা : প্রত্যেক ছাত্র-ছাত্রীকে প্রতিটি বিষয়ে ৮০% হাজিরা নিশ্চত করতে হবে । যদি কারো কোন মাসে কোন বিষয়ে ৮০% এর কম হাজিরা থাকে তবে তাকে ৫০.০০ টাকা জরিমানাসহ একটি সতর্কিকরন নোটিশ প্রদান করা হবে । পরবর্তি মাসে একই ঘটনা ঘটলে আরো ৫০.০০ টাকা জরিমানাসহ একখানা চরম সতর্কিকরন নোটিশ প্রদান করা হবে । এবং অভিভাবকের সম্মতিতে তাকে তৃতীয় মাসে ক্লাস করার অনুমতি দেয়া হবে । একই ঘটনা তৃতীয় মাসে অব্যহত থাকলে তার ছাত্রত্ব বাতিল বলে গন্য হবে এবং কোন অবস্থাতেই সে আর এই কলেজ পড়তে পারবে না । কোন বিষয় পর পর দুই অনুপস্থিত থাকলে তৃতীয় দিন তাকে ক্লাস করার অনুমতি দেয়া হবে না ।
বিশেষ ক্লাস : ছাত্রু ছাত্রীদের প্রাইবেট প্রবনতা রোধ ও অভিভাবকের অর্থ সাশ্রয়ের লক্ষ্যে আলফাডাঙ্গা ডিগ্রি কলেজ ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের জন্য ইংরেজি ও বাংলাসহ অপেক্ষকৃত কঠিন কতিপয় বিষয় ছাত্র-ছাত্রীদের সহজবোধ্য ও তাদের ভাল ফলাফলের নিমিত্তে বিশেষ ক্লাসের ব্যবস্থা করেছে । বিশেষ ক্লাসে অংশ গ্রহন করা বাধ্যতামূলক । বিশেষ ক্লাসে প্রত্যেক ছাত্র- ছাত্রীদের প্রতি মাসে কমপক্ষে ৮০% হাজিরা থাকতে হবে। ৮০% হাজিরা না থাকলে ১০০.০০ টাকা হারে জরিমানা দিতে হবে ।
টি.এম .এ : ছাত্র - ছাত্রীদের যথাযথভাবে প্রশ্নের উত্তর লেখার পারদর্শী করে জন্য প্রতি মাসের মাঝামাঝি সময়ে প্রত্যেক বিষয়ে পূর্ব নির্ধারণ প্রশ্নের উপর ২০ নম্বরের পরিক্ষা (টিউটর মার্কড এ্যাসাইটমেন্ট বা টি,এম,এ )এর ব্যবস্থা রয়েছে । টি,এম,এ পরিক্ষায় অনুপস্থিতির জন্য ও পরীক্ষায় অকৃতকার্য হলে প্রতি পরীক্ষা প্রতিটি বিষয়ের জন্য ১০.০০ হারে সর্বচ্চ ৫০.০০ টাকা হারে জরিমানা দিতে হবে ।
মাসিক পরীক্ষা : প্রতি মাসে সামগ্রিক পাঠের উপর ভিক্তি করে ছাত্র-ছাত্রীদের ঐই মাসের শেষ কার্য দিবসে প্রত্যেক বিষয়ে অনিনির্ধারিত প্রশ্নের উপর ২০নম্বরের পরীক্ষার ব্যবস্থা আছে ।মাসিক পরীক্ষায় অনুপস্থিতির জন্য ও পরীক্ষায় অকৃতকার্য হলে প্রতি পরীক্ষায় প্রতিটি বিষয়ের জন্য ১০.০০ টাকা হারে সর্বচ্চ ৫০.০০ টাকা হারে জরিমানা দিতে হবে ।
কুইজ টেস্ট : ছাত্র- ছাত্রীদের বিষয় ভিক্তিক ক্ষুদ্রাতিক্ষুদ্র ঞ্জান আহরনের মাধ্যমে তাকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় উপযোগি করে গড়ে তোলার লক্ষ্যে প্রতি মাসের সামগ্রিক পাঠের উপর প্রত্যেক বিষয়ে ২০ নম্বরের কুইজ টেস্ট পরীক্ষার ব্যবস্থা রয়েছে ।
ছাত্র বেতন : সকল ছাত্র-ছাত্রীকে প্রতি মাসের নির্ধারিত তারিখে বেতনসহ অন্যান্য পাওনাদি পরিশোধ করতে হবে । অন্যথায় প্রতি মাসের জন্য ১০.০০ টাকা হারে জরিমানাসহ পাওনা পরিশোধ করতে হবে ।
মূল্যায়ণ/পরীক্ষা পদ্ধিতি : ছাত্র-ছাত্রীদের যথাযথ মেধা বিকাশ এবং সামগ্রিকভাবে পাঠাভাস গড়ে তোলার লক্ষ্যে পরীক্ষা বা মূল্যায়ণ পদ্ধতি ব্যপক পরিবর্তন আনা হয়েছে । সে ক্ষেত্রে মাসিক ভিক্তিতে টি এম এ লিখিত পরীক্ষা ও কুইজ টেস্ট এবং মর্ধ বর্ষ ও সমাপনী পরীক্ষায় প্রবর্তন করা হয়েছে । অতপরঃ সমন্বিত পদ্বতিতে চুড়ান্ত ফলাফল নির্ধারণ করা হয়। প্রতিটি বিষয়ে মাসিক টিএমএর পূর্ণমান ২০ , মাসিক লিখিত পরীক্ষার পূর্ণমান ২০,কুইজ টেস্ট এর পূর্ণমান ১০, মোট মাসিক পরীক্ষার নম্বর ৫০ । মধ্যবর্ষ ও বর্ষ সমাপনী পরীক্ষায় প্রতিটি বিষয়ের পূর্ণমান ১০০,চুড়ান্ত ফলাফল তৈরির ক্ষেত্রে টিএমএর গড় ২০%,মাসিক লিখিত গড় ২০%,কুইজ টেস্ট এর গড় ১০%মধ্যবর্ষ পরীক্ষার গড় ২৫% এবং সমাপনী পরীক্ষা ২৫% নিয়ে সর্বমোট ১০০% হবে । ফলাফল তৈরির ক্ষেত্রে শিক্ষাবোর্ডের বিধান অনুসরন করা হবে । অকৃতকার্যদের কোন অবস্থাতেই শ্রেণী উত্তীর্ণ্ন করা / চুড়ান্ত পরীক্ষায় অংশ গ্রহন করতে দেয়া হবে না ।